হোম / অপরাধ
অপরাধ

টেকনাফে প্রাইভেটকারসহ ৪ হাজার পিস ইয়াবা জব্দ, চালক আটক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১৯ বার


কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
আটক ব্যক্তি টেকনাফ থানাধীন গোদারবিল গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোহাম্মদ জাহেদ হোসেন পুতু (৬৩)। তিনি ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটির চালক বলে জানিয়েছে বিজিবি।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শীলখালী এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি সন্দেহজনক প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা বহনকারী চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত প্রাইভেটকার সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!