কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে কালীগঞ্জ শহরে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, দলটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করা একাধিক যোগ্য ও ত্যাগী নেতাকে উপেক্ষা করে একজন বহিরাগতকে জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
শুক্রবার বিকেলে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা কাফনের কাপড় পরে তাদের প্রতিবাদ জানান। এ সময় তারা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন, ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ও দলীয় মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও মনোনয়নপ্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু। তবে অপর মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন না।
মুর্শিদা জামান বেল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন,
“ঝিনাইদহ-৪ আসন ধানের শীষের ঘাঁটি। এখানে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কোনো বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হলে তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না।”
সমাবেশে আরও বক্তব্য দেন ডা. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু ও ইসরাইল হোসেন জীবন। বক্তারা বলেন, দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে রাশেদ খানের মনোনয়ন বাতিল না হলে মাঠে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে মুর্শিদা জামান বেল্টু আনুষ্ঠানিকভাবে কালীগঞ্জ উপজেলায় রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেন। সমাবেশ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভে অংশ নেন এবং তাদের অবস্থান স্পষ্ট করে দেন।
খুলনা বিভাগ
ঝিনাইদহ-৪ আসনে জোট প্রার্থীকে প্রত্যাখ্যান, রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ মিছিল
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩১৫৩০ বার
ঝিনাইদহ-৪ আসনে জোট প্রার্থীকে প্রত্যাখ্যান, রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ মিছিল
বিজ্ঞাপন

Leave a Reply