হোম / অপরাধ
অপরাধ

ঝালকাঠিতে বন্ধুর মাকে হত্যা যুবক গ্রেফতার স্বর্ণালংকার উদ্ধার

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ণ পড়া হয়েছে: বার
ঝালকাঠিতে বন্ধুর মাকে হত্যা যুবক গ্রেফতার স্বর্ণালংকার উদ্ধার
ঝালকাঠিতে বন্ধুর মাকে হত্যা যুবক গ্রেফতার স্বর্ণালংকার উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরের পৌরসভা খেয়াঘাট নতুন চর এলাকার বৃদ্ধা নিলুফা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সজল হাওলাদার নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক সজল নিহত নিলুফার ছেলের বন্ধু।

রোববার রাতে সজলকে আটকের পরে তার কাছ থেকে নিহত নিলুফার নাক ও কানের স্বর্ণালংকার এবং নিলুফার ব্যাবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এর পরপরই সজল হাওলাদার বাবা বাবুল হাওলাদার এবং মা হিরু বেগমকেও থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক সজল হাওলাদার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার ২৬ জানু্য়ারি সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন নিহতের পরিবার ও এলাকার নারী-পুরুষ।

উল্লেখ্য উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি সজল হাওলাদারের বাসা থেকে পান খেয়ে তার প্রতিবেশী নিলুফা আক্তার নিজ গৃহে ফেরার পথে নিখোঁজ হন এবং গত ২০ জানুয়ারি নিলুফা আক্তারের লাশ সুগন্ধা নদী হতে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
সুরতহালে নাকে রক্তের দাগ পাওয়া যায়। কানের দুল ও নাক ফুল নেয়ার জন্যই ওই নারীকে খুন করা হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী প্রাথমিক ভাবে ধারণা করে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!