হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

জেল পুলিশ মামিনুল ইসলাম নিখোঁজ, সন্ধান পেতে পরিবারের আকুতি

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০১:১৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪৩৪ বার
জেল পুলিশ মামিনুল ইসলাম নিখোঁজ, সন্ধান পেতে পরিবারের আকুতি
জেল পুলিশ মামিনুল ইসলাম নিখোঁজ, সন্ধান পেতে পরিবারের আকুতি

খুলনা/কুড়িগ্রাম প্রতিনিধি |

জেল পুলিশ মামিনুল ইসলাম নিখোঁজ, সন্ধান পেতে পরিবারের আকুতি
জেল পুলিশ মামিনুল ইসলাম নিখোঁজ, সন্ধান পেতে পরিবারের আকুতি

খুলনা জেলা কারাগারে কর্মরত এক জেল পুলিশ সদস্য নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেল পুলিশের নাম মো. মামিনুল ইসলাম। তিনি গত শুক্রবার (২ জানুয়ারি) সকালে খুলনা শহরের নিজ ভাড়া বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।

মো. মামিনুল ইসলাম খুলনা জেলা কারাগারে জেল পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনীরাম (বাগের বাজার) এলাকায়। তিনি ওই এলাকার বাসিন্দা আলপু মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে প্রতিদিনের মতোই তিনি বাসা থেকে বের হন। কিন্তু সারাদিন পেরিয়ে গেলেও তিনি কর্মস্থলে উপস্থিত হননি। পরবর্তীতে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় মামিনুল ইসলামের পরিবার চরম উৎকণ্ঠা ও উদ্বেগে দিন কাটাচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ জেল পুলিশ মো. মামিনুল ইসলামের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

পরিবার আরও জানায়, বিষয়টি দ্রুত ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করার জন্য সকলের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। সকলের সহযোগিতায় নিখোঁজ জেল পুলিশ সদস্যকে দ্রুত খুঁজে পাওয়া যাবে—এমনটাই আশা করছেন স্বজনরা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!