হোম / জাতীয়
জাতীয়

জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া নিয়ে রাজনৈতিক দল ও জোটগুলোর মতামত প্রকাশ—জাতীয় ঐকমত্য গঠনে এগিয়ে যাচ্ছে সংস্কার প্রক্রিয়া

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১২৮১৪ বার

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের অংশ হিসেবে প্রণীত জুলাই জাতীয় সনদ ২০২৫-এর সমন্বিত খসড়া নিয়ে রাজনৈতিক দল ও জোটগুলোর মতামত প্রকাশ অব্যাহত রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বানে সনদের বিভিন্ন অধ্যায়, অঙ্গীকারনামা এবং বাস্তবায়ন কাঠামো নিয়ে দলগুলো লিখিত মতামত পাঠিয়েছে। এসব মতামত ও সারাংশকে ভিত্তি করে কমিশন চূড়ান্ত সনদের রূপরেখা প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে।

সপ্তম খণ্ড: রাজনৈতিক দল ও জোটের মতামত

জুলাই জাতীয় সনদের বিভিন্ন ধারার ওপর রাজনৈতিক দল, জোট ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত সপ্তম খণ্ডে সন্নিবেশ করা হয়েছে। এরমধ্যে রয়েছে—

  • সনদের সমন্বিত খসড়া সম্পর্কে দলগুলোর লিখিত মতামত ও সারসংক্ষেপ
  • প্রস্তাবিত অঙ্গীকারনামা নিয়ে আলোচনা ও সুপারিশ
  • নারীর রাজনৈতিক অধিকার ফোরামের সঙ্গে কমিশনের বৈঠক ও সারাংশ
  • কমিশনের সঙ্গে ১ম, ২য় ও ৩য় অনানুষ্ঠানিক আলোচনার সারসংক্ষেপ
  • জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া বিষয়ে বিভিন্ন সুপারিশ

অষ্টম খণ্ড: চিঠিপত্র ও জনমত জরিপ

অষ্টম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে—

  • জাতীয় ঐকমত্য কমিশন থেকে নির্বাচন কমিশনে প্রেরিত চিঠিসমূহ এবং নির্বাচন কমিশনের জবাব
  • জাতীয় সংস্কার বিষয়ে পরিচালিত ‘Public Opinion Survey on National Reform’ শীর্ষক জনমত জরিপের ফলাফল
  • সংস্কার প্রক্রিয়া নিয়ে জনগণের প্রত্যাশা ও অগ্রাধিকার বিশ্লেষণ

সংস্কার কমিশনগুলোর প্রেক্ষাপট

দায়িত্ব গ্রহণের পর গত এক বছরে অন্তর্বর্তী সরকার মোট ১১টি সংস্কার কমিশন গঠন করে। প্রথম ধাপে গঠিত ছয়টি কমিশনের কাজ শেষের দিকে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে সহ-সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।

এই কমিশনের তত্ত্বাবধানে জুলাই জাতীয় সনদের খসড়া প্রণয়ন, দলীয় মতামত গ্রহণ, নীতিগত সংস্কার প্রস্তাব এবং জাতীয় ঐকমত্য তৈরির কাজ চলছে।

চূড়ান্ত সনদের অপেক্ষায় দেশ

রাজনৈতিক দল ও জোটগুলোর মতামত সংগ্রহের পর এখন চলছে চূড়ান্ত খসড়া তৈরির প্রক্রিয়া। কমিশন জানিয়েছে, দলগুলোর প্রস্তাব ও জনমতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদকে বাস্তবায়নযোগ্য, সমন্বিত ও জাতীয় স্বার্থসম্মত করে তোলাই তাদের প্রধান লক্ষ্য।

সম্পূর্ণ প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে বলে কমিশন সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!