হোম / ঢাকা
ঢাকা

জুলাই আন্দোলনের নাম ভাঙিয়ে কোটি টাকা হাতানোর অভিযোগ: তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪০২ বার


নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়া এবং জুলাই আন্দোলনের নাম ব্যবহার করে ‘মামলা বাণিজ্য’ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে আলোচিত তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে গাজীপুরের টঙ্গীর টেকপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে উপস্থাপন করে ভাইরাল পরিচিতি পান।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—সুরভী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন। সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ী অভিযোগ করেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত বিভিন্ন হত্যা মামলায় তার নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সুরভী ও তার সহযোগীরা ধাপে ধাপে প্রায় আড়াই কোটি টাকা আদায় করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেফতারের ভয় দেখানো হয়। পরবর্তীতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিষয়টি ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই অর্থ আদায় করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে—এই চক্রটি শুধু ওই ব্যবসায়ী নয়, বরং বিভিন্ন প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তিকে টার্গেট করে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে মোট প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে বলে অভিযোগ রয়েছে। সুরভী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন এবং পরে সেটিকে ভয়ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন।
জুলাই আন্দোলনের শহীদদের আবেগ ও স্মৃতিকে পুঁজি করে এমন অভিযোগে অর্থ আত্মসাতের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আন্দোলনের চেতনাকে কলঙ্কিত করে ব্যক্তিস্বার্থ উদ্ধারের অভিযোগেই তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!