হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৬৪৫ আপিলের শুনানি শুরু আজ

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫৫ বার


ঢাকা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শুনানি আজ থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আপিল শুনানি উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, টানা ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।
ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে। বাকি আপিলগুলোর শুনানির তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে মনোনয়নপত্র বাছাই শেষে সারা দেশে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ দিন ছিল গতকাল শুক্রবার। এদিন রাত সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশন জানায়, শুধু শুক্রবারই ১৭৬টি আপিল জমা পড়ে। পাঁচ দিনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা হয়েছে।
ইসি সূত্রে আরও জানা গেছে, মনোনয়নপত্রে থাকা ত্রুটি সংশোধনের জন্য আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে সুযোগ দেওয়া হয়েছিল। আপিল শুনানি শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। এসব ধাপ শেষে জাতীয় সংসদ নির্বাচনের মাঠে আনুষ্ঠানিক প্রচারণা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!