হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত সোনাহাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৪৭ বার
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত সোনাহাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত সোনাহাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন সোনাহাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার। শিক্ষা বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ ও মানবিক শিক্ষা প্রশাসনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ের বাছাই প্রক্রিয়ায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলা শিক্ষা অফিস, কলেজ পরিদর্শক ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মূল্যায়ন কমিটি কুড়িগ্রাম জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে। একাডেমিক ফলাফল, শিক্ষক উপস্থিতি ও প্রশিক্ষণ ব্যবস্থাপনা, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, ডিজিটাল শিক্ষা কার্যক্রম, সহশিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং আর্থিক স্বচ্ছতাসহ একাধিক মানদণ্ডে মোঃ বাবুল আক্তার সর্বোচ্চ নম্বর অর্জন করেন।

প্রতিষ্ঠালগ্ন থেকে সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিতে সোনাহাট ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন মোঃ বাবুল আক্তার। তার নেতৃত্বে কলেজটিতে আধুনিক পাঠদান পদ্ধতি চালু, নিয়মিত শিক্ষক মূল্যায়ন, শিক্ষার্থীদের মেধা ও আর্থিক সহায়তা কর্মসূচি, বিজ্ঞানাগার ও লাইব্রেরি সমৃদ্ধকরণ, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম এবং নৈতিক শিক্ষার প্রসারে তার ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত। শিক্ষার্থীদের শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তিনি নিয়মিত অভিভাবক সমাবেশ ও পরামর্শ সভার আয়োজন করে থাকেন।

শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোঃ বাবুল আক্তার বলেন,
“এই সম্মাননা আমার ব্যক্তিগত নয়, সোনাহাট ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি বিশ্বাস করি—মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধই একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলে। আগামীতেও কলেজটিকে একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাব।”

এ অর্জনে সোনাহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মোঃ বাবুল আক্তারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তার এই স্বীকৃতি কুড়িগ্রাম জেলায় শিক্ষা উন্নয়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!