রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছয়জন ডিনের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ও আলোচনা তৈরি হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের ঘোষণার পর রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নতুন মাত্রা পায়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ঘোষণায় সালাহউদ্দিন আম্মার আওয়ামী ঘরানার ও ফ্যাসিবাদী শক্তির সহযোগী হিসেবে চিহ্নিত ছয়জন ডিনের পদত্যাগ দাবি করেন। ঘোষণার পর সকাল সাড়ে ১০টা থেকে তিনি তার সহযোগীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন শুরু করেন।
এ সময় তারা সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতিদের সঙ্গে সাক্ষাৎ করে জানতে চান—অভিযুক্ত ডিনরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না এবং তারা বর্তমানে ক্যাম্পাসে উপস্থিত আছেন কি না। বিভাগীয় সভাপতিরা জানান, এখন পর্যন্ত কোনো ডিন লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেননি। পাশাপাশি তারা জানান, অভিযুক্ত ডিনদের কেউ কেউ রোববার ক্যাম্পাসে না আসার কথা মৌখিকভাবে জানালেও বিভাগীয় সভাপতির কাছে কোনো লিখিত ছুটির আবেদন জমা পড়েনি।
এ বিষয়ে সালাহউদ্দিন আম্মার বলেন,
“আগামী তিন দিনের মধ্যে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রলীগ পরিচয়ে সক্রিয় শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করা হবে। দীর্ঘদিন পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় রাকসুকে বাধ্য হয়েই ভূমিকা নিতে হচ্ছে।”
যাদের পদত্যাগ দাবি করা হয়েছে তারা হলেন—
আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের ওয়াহিদ,
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতার,
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক এ এস এম কামরুজ্জামান,
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস এম একরাম উল্লাহ,
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক বিমল কুমার প্রামাণিক
এবং ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এইচ এম সেলিম রেজা।
এদিকে একই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান। তিনি সাংবাদিকদের জানান, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে কারণেই তিনি সেখানে উপস্থিত ছিলেন।
প্রক্টর মাহবুবুর রহমান আরও বলেন,
“আলোচিত ছয়জন ডিনের মেয়াদ গত ১৭ ডিসেম্বর শেষ হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন বলে আমরা আশা করছি।”
এ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকে এখন সবার দৃষ্টি।
রাজশাহী বিভাগ
ছয় ডিনের পদত্যাগ দাবিতে রাকসুর তৎপরতা, বিভাগে বিভাগে খোঁজ নিলেন সালাহউদ্দিন আম্মার
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪৭৬৩ বার
বিষয়
বিজ্ঞাপন

Leave a Reply