হোম / জাতীয়
জাতীয়

চুরিতে বাধা দেওয়ায় নির্মমভাবে খুন মা–মেয়ে: গৃহকর্মী আয়েশা গ্রেফতার

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৪৭৬৪ বার


রাজধানীর মোহাম্মদপুরে চুরির চেষ্টা ধরে ফেলায় একই পরিবারের মা ও মেয়েকে হত্যার হৃদয়বিদারক ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশা (২০)–কে নরসিংদীর রায়পুরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ভাড়া বাসায়। নিহতরা হলেন— লাইলা আক্তার (৪৮) ও তাঁর কিশোরী মেয়ে মাহিসা বিনতে আজিজ (১৫)। তারা দীর্ঘদিন ধরে ওই বাসায় বসবাস করছিলেন এবং পাশেই তাদের আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানও ছিল।

চুরির সময় টের পেয়ে বাধা দেন মা–মেয়ে

পুলিশ জানায়, ঘটনার রাতে লাইলা আক্তারের বাসায় কর্মরত গৃহকর্মী আয়েশা ঘরের আলমারি থেকে মূল্যবান জিনিস নেওয়ার চেষ্টা করেন। এ সময় মা–মেয়ে বিষয়টি বুঝতে পেরে তাকে বাধা দেন। মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আয়েশা। সংঘর্ষের একপর্যায়ে তিনি দু’জনকে কাবু করে নৃশংসভাবে হত্যা করেন।

এরপর আয়েশা বাসা থেকে পালিয়ে যান এবং লুকিয়ে থাকতে নরসিংদীর সলিমগঞ্জ এলাকায় চলে যান। পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে আয়েশা

জিজ্ঞাসাবাদে আয়েশা জানিয়েছে, বিভিন্ন সময় বাসার আলমারি থেকে টাকা ও মূল্যবান জিনিস চুরি করতেন তিনি। ঘটনার দিন বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু মা–মেয়ে দেখে ফেলায় আতঙ্কিত হয়ে পড়েন এবং পালানোর পথ তৈরির জন্যই তিনি তাদের ওপর হামলা চালান।

তিন বছর ধরে একই বাসায় কাজ করতেন

পুলিশ জানায়, আয়েশা নরসিংদীর সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে। প্রায় তিন বছর ধরে তিনি লাইলা আক্তারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। তাকে পরিবারের সদস্যের মতোই দেখতেন তারা। কিন্তু বিশ্বাসের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই চুরি করতেন বলে ধারণা তদন্ত কর্মকর্তাদের।

পুলিশ বলছে—এটি পূর্বপরিকল্পিত নয়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া

মোহাম্মদপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড নয়। চুরির সময় ধরা পড়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ফলেই হত্যাকাণ্ড ঘটেছে। তবে তদন্ত চলছে; প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, আয়েশাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার বিস্তারিত যাচাই করা হচ্ছে এবং দ্রুতই তাকে আদালতে তোলা হবে।

এলাকায় শোক ও আতঙ্ক

ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক নেমে এসেছে। প্রতিবেশীরা বলেন, মা–মেয়ে অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের ছিলেন। ঘরে থাকা গৃহকর্মীর হাতে এভাবে খুন হবেন—কেউই তা কল্পনা করতে পারেনি।


বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!