হোম / জাতীয়
জাতীয়

চুপাইর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩৬১ বার


গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার শত বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ছাত্র, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ খালেকুজ্জামান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. রফিকুল ইসলাম, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস. এম. হাফিজুর রহমান এবং ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব অপারেশন মো. মনিরুজ্জামান মোল্লা।
বক্তারা বলেন, শতবর্ষ পূর্ণ করে চুপাইর উচ্চ বিদ্যালয় আজ গর্বের সঙ্গে এগিয়ে চলেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে প্রাক্তন শিক্ষার্থীদের আবেগ, দায়বদ্ধতা ও ভালোবাসা। এটি কেবল একটি শিক্ষালয় নয়, বরং একটি বিশ্বাস ও আত্মিক বন্ধনের নাম। অতীতের ঐতিহ্য, বর্তমানের দায়িত্ব এবং ভবিষ্যতের স্বপ্নকে একত্র করে বিদ্যালয়টি একটি জীবন্ত ইতিহাসে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে একটি কল্যাণ তহবিল গঠনের পরিকল্পনার কথাও জানানো হয়, যাতে কোনো শিক্ষার্থী অর্থের অভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ আয়োজনে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধিক অতিথি অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!