হোম / জাতীয়
জাতীয়

চিলমারীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:০০ অপরাহ্ণ পড়া হয়েছে: ৭০৯৮ বার

আনেয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ১৯৭১ সালে পাকবাহিনীর নির্যাতন ও বর্বরতার বিরুদ্ধে আবাল-বৃদ্ধ-বনিতার সম্মিলিত আত্মত্যাগে অর্জিত বিজয়ের স্মরণে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর চিলমারী উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

পরে চিলমারী মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার ও চিলমারী মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে অসংখ্য মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

সকাল ৮টায় থানাহাট এ.ইউ. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিজয়ের আনন্দ উদযাপনে রঙিন বেলুন ও দেশের শান্তি কামনায় এক জোড়া সাদা কবুতর উড়িয়ে দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে। থানাহাট পাইলট বালিকা বিদ্যালয় ও থানাহাট ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনরা বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন সংগঠনের স্টল পরিদর্শন করেন।

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে চিলমারীতে মহান বিজয় দিবস গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!