আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে ইন্তেকাল করায় দেশ-বিদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতেও বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চিলমারী উপজেলা বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সাত দিনের শোক পালন করা হয়। শোক কর্মসূচির সপ্তম দিনে আজ বাদ আছর দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ ও তার রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের প্রতি অগাধ মায়া-মমতা ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি যেমন দেশের জনগণ বাস্তবায়নে এগিয়ে এসেছিল, ঠিক তেমনি দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩০ দফার সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে গণতন্ত্রের মাতাকে চিরস্মরণীয় করে রাখতে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বর্ষীয়ান নেতা, ১৯৭১ সালের রণাঙ্গনে জেড ফোর্সের বীর মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলের জন্য নিবেদিতপ্রাণ ত্যাগী নেতা ও চিলমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান আহ্বায়ক আব্দুল বারী সরকার। আরও বক্তব্য রাখেন ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম স্বপন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, চিলমারী উপজেলা বিএনপি মহিলা দলের সভাপতি জান্নাতি ফেরদৌস চায়নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম
চিলমারীতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৫২ বার
বিজ্ঞাপন

Leave a Reply