হোম / সারাদেশ
সারাদেশ

চিলমারীতে ইএসডিওর কৃষি ও চাকরি মেলা অনুষ্ঠিত

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৭১২৩ বার

শফিকুল ইসলাম শফি, স্টাফ রিপোর্টার, মাসান টিভিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং স্ট্রমী ফাউন্ডেশন, নরওয়ের সহযোগিতায় মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় কৃষি ও চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার রমনা ইউনিয়নের ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক শফিউল আলম রাজা স্টেডিয়াম মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। মেলার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন ইএসডিও সীডস প্রকল্পের কো-অর্ডিনেটর জেসমিন নাহার।
মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ১৫টি স্টল স্থাপন করা হয়। পাশাপাশি প্রকল্পের মাঠপর্যায়ের বিভিন্ন কর্মসূচির ডেমনস্ট্রেশন ও চিত্র প্রদর্শন করা হয়। আধুনিক ও অভিযোজিত কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, বসতভিটায় সবজি চাষ পদ্ধতিসহ নানা কৌশল প্রদর্শন করা হয়, যা পরিদর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রশংসা অর্জন করে।
মেলা পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান শাহ, রমনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও সীডস প্রকল্পের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, উপজেলা কো-অর্ডিনেটর জেসমিন নাহারসহ বিভিন্ন পর্যায়ের উন্নয়নকর্মীরা।
বক্তারা বলেন, এ ধরনের কৃষি ও চাকরি মেলা স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উদ্যোক্তা উন্নয়ন এবং টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!