হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

চট্টগ্রামে মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত দুই

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৩১২ বার


চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় একটি মিনিবাসের ধাক্কায় ইমতিয়াজ মাহমুদ ইমন (২২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রপোল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইমন চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকার মোস্তাক আহমদের ছেলে।
আহতরা হলেন—চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চনাবাদ এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নয়ন (২৩) এবং উত্তর কাঞ্চনা পূর্ব এলাহাবাদ গ্রামের শাহ আলমের ছেলে মো. ফোরকান (২৫)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পটিয়ামুখী একটি মিনিবাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটির সঙ্গে বাসটির সামনের অংশের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ তিন আরোহী বাসের নিচে পড়ে যান। এ সময় মোটরসাইকেলচালক ইমন বাসের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত নয়নকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ পাঠানো হয়। অপর আহত ফোরকান চন্দনাইশের বিজিসি ট্রাস্ট মেডিকেলে চিকিৎসা নেন।
হতাহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা পটিয়ার মনসা এলাকায় একটি দাওয়াতে অংশ নিতে এসেছিলেন। দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মিনিবাস ও মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর মিনিবাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!