চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জামাল উদ্দিন (৩৮)। তিনি ওই এলাকার বশরত আলী মিস্ত্রি বাড়ির প্রয়াত মোহাম্মদ ইউসুফের ছেলে। গুলিবিদ্ধ নাছির উদ্দিন (৩৫) কে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ জানান, জামাল উদ্দিনের বাড়ির নিকটবর্তী সড়কে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হঠাৎ করে জামাল ও নাছির উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জামাল উদ্দিন এলাকায় জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তবে হামলার পেছনে কী কারণ রয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
অপরাধ
চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী জামাল নিহত, আহত আরও একজন
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ২৭ বার
বিষয়
বিজ্ঞাপন

Leave a Reply