মানিকগঞ্জ প্রতিনিধিঃ
ঘন কুয়াশার কারণে প্রায় ২০ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে কুয়াশার তীব্রতা কমে এলে সকাল ২টা ৪০ মিনিটের দিকে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে।
ঘাট সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এক পর্যায়ে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্ট স্পষ্টভাবে দেখা না যাওয়ায় নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে উভয় ঘাটে পণ্যবাহী যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
বিআইডব্লিউটিসির বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে এই নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। কুয়াশা পুরোপুরি কেটে যাওয়ায় এখন নৌরুটে স্বাভাবিক ও নিরাপদভাবে ফেরি চলাচল অব্যাহত রয়েছে।
ভ্রমণ
ঘন কুয়াশা কেটে ২০ ঘণ্টা পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৬৮৩ বার
বিজ্ঞাপন

Leave a Reply