হাফিজুর রহমান শাহীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে সাংবাদিকতার ঐতিহ্যবাহী সংগঠন উলিপুর প্রেসক্লাব গৌরবের সঙ্গে ৪১তম বছরে পদার্পণ করেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমি। সাধারণ সম্পাদক লক্ষণ সেন গুপ্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি সহিদুল আলম বাবুল, প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হান্নান, প্রতিষ্ঠাতা সম্পাদক মোন্নাফ আলী, সাংবাদিক নূর বক্ত মিয়া, আমন্ত্রিত অতিথি উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, বিশিষ্ট লেখক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়, ইতিহাস বিষয়ক লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম সিদ্দিকী, কমরেড দেলোওয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন, সিনিয়র সাংবাদিক নুরুজ্জামান সরকার, সাংবাদিক জাহিদ হাসান, শিমুল দেব, আবুল কালাম আজাদ, চন্দন কুমার সরকার, রোকনুজ্জামান মানু প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ৪১ বছর ধরে উলিপুর প্রেসক্লাব সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করে আসছে। ভবিষ্যতেও এই সংগঠন পেশাদারিত্ব, নৈতিকতা ও জনস্বার্থে সাংবাদিকতার অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উলিপুর প্রেসক্লাব ভবনটি তিন দিনব্যাপী বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়, যা স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।
কুড়িগ্রাম
গৌরবের ৪১তম বছরে পদার্পণ উলিপুর প্রেসক্লাব
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪৩৯ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
30 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
35 minutes আগে

Leave a Reply