হোম / অপরাধ
অপরাধ

গোপন সংবাদের ভিত্তিতে তানোরে র‍্যাব-৫ এর টানা অভিযান: পরিত্যক্ত স্থান থেকে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৭০৬ বার


রাজশাহী প্রতিনিধিঃ
দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাজশাহীর তানোর উপজেলায় টানা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।
র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ১টা ৪০ মিনিট পর্যন্ত তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে একাধিক স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
অভিযানকালে চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত গরুর গোয়ালঘরের পেছনে রান্নার কাজে ব্যবহৃত লাকড়ির স্তূপের নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। একই সঙ্গে একই এলাকার আব্দুস সোবাহানের বসতবাড়ির উত্তর পাশে খড়ি সংরক্ষণের ঘরের খড়ের নিচে এবং জয়নাল নামের এক ব্যক্তির বসতবাড়ির উত্তর পাশে অবস্থিত খড়ি রাখার ঘরের নিচ থেকেও আরও অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র‍্যাবের অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—কাঠের হাতলযুক্ত একটি বিদেশি পিস্তল, যার গায়ে ইংরেজিতে লেখা রয়েছে “MADE IN USA 7.0-5 MM”, দুটি সিলভার রঙের খালি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের গুলি, চারটি পাইপগান এবং ছয়টি চিকন পাইপসহ অস্ত্র তৈরির বিভিন্ন খুচরা যন্ত্রাংশ।
উদ্ধারের পর ঘটনাস্থলের আশপাশের স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা এসব অস্ত্র ও গোলাবারুদ কারা রেখে গেছে বা মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের মাধ্যমে এলাকায় মজুত করা হয়েছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পরবর্তীতে উদ্ধারকৃত বিদেশি পিস্তল, গোলাবারুদ, পাইপগান ও অস্ত্র তৈরির খুচরা যন্ত্রাংশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে তানোর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৫ কর্তৃপক্ষ আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!