বিনোদন প্রতিবেদক: আজ বুধবার বিনোদন অঙ্গনের আলোচিত জুটি গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। সকালেই তাঁদের গায়েহলুদ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, আর সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা আয়োজন করা হয়েছে।
ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই আমন্ত্রিত অতিথিদের কাছে বিয়ের দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে। তবে কণ্ঠশিল্পী জেফার রহমান এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে এক বছর ধরে নানা গুঞ্জন চলছিল। যদিও তারা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন। ঘনিষ্ঠদের তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত বিবাহের সিদ্ধান্তে পৌঁছায়।
গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ড ভ্রমণের সময় তাঁদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও আলোচিত হয়। সে সময় জেফার মন্তব্য করেছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর বলার কিছু নেই।
উল্লেখ্য, রাফসান সাবাব ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তিনি নিজেই ফেসবুকে জানিয়েছেন, “অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আলাদা হওয়ার পথই দুজনের জন্য সম্মানজনক সমাধান।”
সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ নতুন জীবনের পথে পা রাখছেন জেফার রহমান ও রাফসান সাবাব। সকালে গায়েহলুদ ও সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে শুরু হচ্ছে তাঁদের নতুন অধ্যায়।
বিনোদন
গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের বিবাহ আজ
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৭ বার
বিজ্ঞাপন

Leave a Reply