গাইবান্ধা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কর্তৃপক্ষ। দুই দিনব্যাপী যাচাই-বাছাই শেষে জেলার পাঁচ আসনে ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ের প্রথম দিন শুক্রবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৫ জন এবং গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিন মোট ৮ জনের মনোনয়ন বাতিল হয়।
দ্বিতীয় দিন শনিবার গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনে ৩ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিনও মোট ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে গাইবান্ধা-৩ আসনে জনতার দলের প্রার্থী মঞ্জুরুল হক, স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান এবং এস এম খাদেমুল ইসলাম খুদিসহ তিনজন রয়েছেন। গাইবান্ধা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দের মনোনয়ন বাতিল করা হয়। গাইবান্ধা-৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী শ্রী নিরমল, গণঅধিকার পরিষদের প্রার্থী সামিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সুজাউদ্দৌলা সাজু ও হাসান মেহেদী বিদ্যুৎসহ চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, মনোনয়নপত্রে ত্রুটি ও প্রয়োজনীয় কাগজপত্রের অসঙ্গতির কারণেই এসব মনোনয়ন বাতিল করা হয়েছে।
তবে বাতিল হওয়া প্রার্থীদের জন্য আপিলের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তারা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
কুড়িগ্রাম
গাইবান্ধার পাঁচ আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ২৯
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪৭০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
1 hour আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
1 hour আগে

Leave a Reply