লালমনিরহাট প্রতিনিধি
একাধিক মামলার আসামি আমজাদ হোসেন তাজু নামে এক আওয়ামীলীগ নেতার বাড়িতে লালমনিরহাটের হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ – এর গোপন বৈঠক করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সিন্দুর্না এলাকায় ওই আওয়ামিলীগ নেতার বাড়িতে যান তিনি।
একাধিক মামলার আসামি আমজাদ হোসেন তাজু হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগের ডামি প্রার্থী ছিলেন।
অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাতে তার বাড়িতে ‘দাওয়াতের’ নামে আওয়ামীলীগের অন্তত ৬ জন শীর্ষ নেতার উপস্থিতিতে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ যোগ দেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই বাড়ির সামনে জড়ো হতে শুরু করলে অবস্থা বেগতিক দেখে ওসি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ওই অনুষ্ঠানে জেলার বাইরে কর্মরত হাতীবান্ধা উপজেলার বাসিন্দা প্রশাসনের আরও একাধিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন ।
ঘটনার বিষয়ে জানতে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আওয়ামিলীগ নেতা আমজাদ হোসেন তাজূর স্ত্রী শাপলা আক্তার দাবি করে বলেন, ‘এটি কোনো রাজনৈতিক বৈঠক ছিল না। একটি পারিবারিক দাওয়াতের আয়োজন ছিল এবং সেই দাওয়াতেই ওসি এসেছিলেন।
লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন জানান, ওই বাড়িতে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দাওয়াত খেতে গিয়েছিলেন। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সেখানে গিয়েছিলেন। তবে তিনি পুলিশের উচ্চপদস্থ ওই কর্মকর্তা নাম বলতে রাজি হননি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একাধিক মামলার আসামির বাড়িতে ওসির এমন উপস্থিতি নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে!
এ ব্যাপারে লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ‘মামলার আসামী এক আওয়ামীলীগ নেতার বাড়িতে ওসি’র দাওয়াত খাওয়ার বিষয়টি শুনেছি। এটি খতিয়ে দেখা হচ্ছে’। তবে ওসি হাতীবান্ধা থানায় নতুন যোগদান করেছেন। তিনি এখনো অনেকেই চেনেন না বলেও জানান তিনি।

Leave a Reply