নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খাঁন। আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।
দলত্যাগের বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের কাছে দেওয়া পদত্যাগপত্রে রাশেদ খাঁন লেখেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে রাজপথের সহযোদ্ধা হিসেবে দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন-সংগ্রাম ও রাজনীতি করেছেন তিনি। এ পথচলায় তার আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
এদিকে রাজনৈতিক অঙ্গনে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ঝিনাইদহ-৪ আসনে ভোটার হস্তান্তরের আবেদন করেছেন বিএনপির প্রার্থী মো. রাশেদ খান। শনিবার বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর করা এ আবেদন নির্বাচন কমিশন অনুমোদন করেছে।
রাশেদ খাঁনের বিএনপিতে যোগদান ও নির্বাচনী প্রস্তুতির এই পদক্ষেপ স্থানীয় ও জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
জাতীয়
গণঅধিকার পরিষদ ছাড়লেন রাশেদ খাঁন, ফুল দিয়ে বিএনপিতে যোগদান
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪৫৪ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
4 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
4 hours আগে

Leave a Reply