খুলনা প্রতিনিধিঃ
খুলনা-৩ সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে নগরীর নূরনগরে অবস্থিত খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
মনোনয়ন যাচাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, দেশের অতীতের নির্বাচনগুলো নানা প্রশ্নের জন্ম দিলেও এবারের নির্বাচন ভিন্ন বাস্তবতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় সরকারের বাইরে থেকে নির্বাচন আয়োজনের ফলে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন—এটাই জনগণের প্রত্যাশা।
আব্দুল আউয়াল বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে খুলনা-৩ আসনের মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। এলাকার মানুষের কল্যাণ, জান-মাল রক্ষা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দলটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সচেতন ভোটাররা এসব বিষয় বিবেচনায় নিয়ে হাতপাখা প্রতীকে ভোট দেবেন। গণসংযোগে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ হাসান ওবায়দুল করীম, সমন্বয়কারী এস এম আবু গালিব, অর্থ সমন্বয়কারী বি এম তরিকুল ইসলাম, প্রচার ও মিডিয়া সমন্বয়কারী এস এম শাহরিয়ার তাজ এবং গণসংযোগ সমন্বয়কারী নাজিম হাওলাদার নাঈমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে গত ১৮ ডিসেম্বর খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় থেকে হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পরে রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি নিজে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
খুলনা
খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়ালের মনোনয়ন অনুমোদন
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১০৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply