খুলনা প্রতিনিধিঃ
খুলনা নগরীর ৬ নম্বর ঘাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে এমভি তাওছীফ আয়মান–২ ও এমভি ক্রাউন–৩ নামের দুটি লাইটার ভেসেলের মাঝখানে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, এমভি তাওছীফ লাইটার ভেসেলের সুকর্ণী মিলন ঘোষ নদী থেকে পানি সংগ্রহ করতে গেলে ভেসেল দুটির মাঝখানে ভাসমান একটি মরদেহ চোখে পড়ে। বিষয়টি দ্রুত স্থানীয়দের জানানো হলে তারা খুলনা থানায় খবর দেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নৌ-পুলিশকে অবহিত করে। পরে আনুমানিক দুই ঘণ্টা পর নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নৌ-পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, প্রাথমিক যাচাই শেষে জরুরি টিম পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, নিহত যুবকের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে আশপাশের এলাকা এবং সংশ্লিষ্ট নৌযানগুলোর লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে।
পুলিশ ধারণা করছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে নিহত যুবকের পরিচয় ও মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
অপরাধ
খুলনার ৬ নম্বর ঘাট এলাকায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১০৭ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
3 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
3 hours আগে

Leave a Reply