খুলনা প্রতিনিধিঃ
খুলনায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্বব্যাপী শিল্পায়ন এগিয়ে গেলেও বাংলাদেশের শিল্প খাত, বিশেষ করে খুলনা অঞ্চল দীর্ঘদিন ধরে চরম অবহেলার শিকার। স্বাধীনতার ৫৪ বছরে একসময়ের শিল্পনগরী খুলনার মিল-কারখানাগুলো একে একে বন্ধ হয়ে গেছে, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে খুলনায় বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানাগুলো পুনরায় চালু করা হবে। পাশাপাশি নতুন শিল্প স্থাপন করে যুবক ও নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নিয়োগে কোনো আত্মীয়কেন্দ্রিকতা বা পক্ষপাতিত্ব থাকবে না; বরং ন্যায় ও যোগ্যতার ভিত্তিতেই কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলেও প্রতিহিংসার রাজনীতি করবে না। অতীতে দলের নেতাকর্মীরা নির্যাতন ও মামলা-হামলার শিকার হলেও প্রতিশোধের পথে না গিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার নজির স্থাপন করেছে জামায়াত। এ কারণে জামায়াতের সঙ্গে থাকলে সব ধর্ম ও শ্রেণির মানুষের জানমাল ও সম্পদ নিরাপদ থাকবে বলে তিনি দাবি করেন।
নারীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, নতুন বাংলাদেশে নারীদের সম্মান ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে। ঘরে ও কর্মক্ষেত্রে নারীরা মর্যাদার সঙ্গে চলতে পারবে—এমন পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি প্রচলিত রাজনীতির সমালোচনা করে বলেন, অনেক জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর জনগণের সম্পদ লুট করে বিদেশে সম্পদ গড়ে তোলেন; জামায়াতের প্রতিনিধিরা কখনো এ ধরনের অনিয়মে জড়াবে না।
খুলনার জলাবদ্ধতা সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি রাজনৈতিক স্লোগানে সীমাবদ্ধ না রেখে খুলনাবাসীর সঙ্গে আলোচনা করে বাস্তবভিত্তিক সমাধান করা হবে। বিলডাকাতিয়া ও বিলবাদুড়িয়াসহ জলাবদ্ধ এলাকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে।
বেকারত্ব প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বেকারভাতা দিয়ে মানুষকে ছোট করা জামায়াতের লক্ষ্য নয়। বরং কারিগরি প্রশিক্ষণ ও শিল্পায়নের মাধ্যমে সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করাই তাদের মূল উদ্দেশ্য।
জনসভায় তিনি বলেন, “আমি কোনো দলের স্বার্থে নয়, সন্তানহারা মা, ভাই হারানো বোন ও এতিমদের ভবিষ্যতের কথা ভেবেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কথা বলছি।”
সভাপতির বক্তব্যে খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান এবং বিশেষ অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনাবাসীর পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—জলাবদ্ধতা নিরসন, বিশেষায়িত হাসপাতাল আধুনিকায়ন, বন্ধ মিল চালু, পাইপলাইনে গ্যাস সরবরাহ, আধুনিক বিমানবন্দর নির্মাণ এবং সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন আসনের প্রার্থীরা। সভা শেষে জামায়াত আমির খুলনার ছয়টি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সার্কিট হাউজ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জনসভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাটের উদ্দেশে রওনা দেন।
কুড়িগ্রাম
খুলনার শিল্প ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা ডা. শফিকুর রহমানের
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৫২১ বার
বিজ্ঞাপন

Leave a Reply