খুলনা প্রতিনিধি :
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
নিহত এমদাদুল হক মিলন খুলনার অনলাইন নিউজ পোর্টাল বর্তমান সময় ডট কম-এর সাংবাদিক ছিলেন। একই সঙ্গে তিনি শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি শলুয়া মন্দির সড়কে। তিনি বজলুর রহমান শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে শলুয়া বাজারের একটি চায়ের দোকানে এমদাদুল হক মিলনসহ কয়েকজন বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই এমদাদুল হক মিলন ও দেবাশীষ বিশ্বাস গুলিবিদ্ধ হন।
আহত অবস্থায় দুজনকেই দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই এমদাদুল হক মিলনের মৃত্যু হয়। গুরুতর আহত দেবাশীষ বিশ্বাস বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান জানান, শলুয়া বাজার এলাকায় গুলিতে দুজন আহত হন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন বলেন, শলুয়া বাজারের একটি চায়ের দোকানে গুলিবিদ্ধ হয়ে এমদাদুল নামে একজন মারা গেছেন এবং দেবাশীষ নামে এক পশু চিকিৎসক আহত হয়েছেন। নিহত ব্যক্তি সাংবাদিকতা করতেন এবং বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

Leave a Reply