খুলনা প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০২৫
খুলনা মহানগরীর ট্যাংক রোড এলাকার নিজ বাসায় প্রবাসী নারী শিউলী বেগমকে হত্যার ঘটনায় তার ছেলে রিয়াদ খানকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ফেনী সদর থানার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৬ থেকে বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের সময় রিয়াদ খানের কাছ থেকে নগদ ২ লাখ ৫ হাজার ৮৪০ টাকা, দুটি আইফোন, একটি স্মার্টফোন এবং একটি এয়ারপড জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, এজাহার বিশ্লেষণে জানা গেছে, গ্রেপ্তার রিয়াদ খান ও নিহত শিউলী বেগমের মধ্যে মা–ছেলের সম্পর্ক ছিল। শিউলী বেগম সৌদি আরব প্রবাসী ছিলেন। তিনি গত ২৭ অক্টোবর দুই মাসের ছুটিতে দেশে ফেরেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৩ ডিসেম্বর অজ্ঞাত কারণে রিয়াদ খান তার মা শিউলী বেগমকে হত্যা করে আত্মগোপনে যান। ঘটনার পর নিহতের ছোট ভাই মো. রায়হান গাজী খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে র্যাব-৬ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে ফেনী সদর থানার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা সদর থানায় দায়ের করা শিউলী বেগম হত্যা মামলার একমাত্র আসামি রিয়াদ খানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াদ খান ডুমুরিয়ার গজেন্দ্রপুর এলাকার মো. সালাউদ্দিন খানের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
অপরাধ
খুলনায় প্রবাসী মাকে হত্যার ঘটনায় ফেনী থেকে ছেলে গ্রেপ্তার
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২২২ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
4 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
4 hours আগে

Leave a Reply