খুলনা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। তারা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত। শান্তিকামী ও গণতান্ত্রিক দেশবাসীর পক্ষ থেকে এসব ষড়যন্ত্রকারীদের স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই—তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে খুলনা মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের সাধু ফ্রান্সিস কলোনী ও খ্রিস্টান পাড়ায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাধু ফ্রান্সিস কলোনীর শংকরের সভাপতিত্বে ও দিপ্তি হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নজরুল ইসলাম মঞ্জু খ্রিস্টান সম্প্রদায়ের আসন্ন বড়দিন উপলক্ষে আগাম শুভেচ্ছা জানান। পরে তিনি সেন্ট জেভিয়ার্স পাড়ায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেন।
বাদ মাগরিব সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু ৩১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোল্লাপাড়া বাইতুল মোয়াজ্জেম জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম ফজলুল কাদের।
বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত এবং বেগম খালেদা জিয়ার লালিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক শক্তির সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট গোলাম মওলা, মো. শাহজাহান, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
রাজনীতি
খুলনায় নির্বাচনী গণসংযোগে নজরুল ইসলাম মঞ্জু: ‘ষড়যন্ত্রকারীদের আর ছাড় নয়’
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬২৭ বার
বিষয়
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
5 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
5 hours আগে

Leave a Reply