খুলনা প্রতিনিধিঃ
ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি ভোর পর্যন্ত নগর এলাকায় আতশবাজি, পটকা ফোটানো, উন্মুক্ত স্থানে পার্টি, উচ্চ শব্দে গান-বাজনা ও অশালীন কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া ছাদ বা উন্মুক্ত স্থানে সমবেত হয়ে উদযাপনেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ সময় মাদক সেবন, হোটেল-রেস্তোরাঁয় অনুমোদনহীন অনুষ্ঠান আয়োজন ও নারী-পুরুষের অনৈতিক সমাবেশ আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেএমপি সূত্রে জানা যায়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে নগরজুড়ে চেকপোস্ট, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, পার্ক, বিনোদন কেন্দ্র ও আবাসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
কেএমপি নগরবাসীকে শান্তিপূর্ণ ও শালীনভাবে নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছে এবং যেকোনো সন্দেহজনক ঘটনা নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করেছে।
খুলনা
খুলনায় থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও উন্মুক্ত পার্টিতে নিষেধাজ্ঞা, শান্তিপূর্ণ উদযাপনের আহ্বান
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৮৩৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply