হোম / অপরাধ
অপরাধ

খুলনায় কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করা যুবকের ঢাকায় মৃত্যু, এলাকায় আতঙ্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪০২ বার


খুলনা প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০২৫
খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে আহত আক্তার আলী মোল্লা (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আক্তার খুলনা মহানগরীর গল্লামারি এলাকার বাসিন্দা ও চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি নগরীর বড় বাজার এলাকার একটি হোটেলে কাজ করতেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গল্লামারি সেতু এলাকা থেকে পরিচিত দুই ব্যক্তি তাকে মোটরসাইকেলে করে বটিয়াঘাটার দারোগারভিটা এলাকায় নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা কয়েকজন তাকে হামলা করে গুরুতর আহত করে পালিয়ে যায়।
প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
চিকিৎসাধীন অবস্থায় আক্তার দাবি করেন, মাদক সংক্রান্ত তথ্য পুলিশকে দিতে পারেন—এমন আশঙ্কায় পূর্বপরিচিত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে একটি সন্ত্রাসী গ্রুপের সংশ্লিষ্টতা থাকতে পারে।
বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!