হোম / জাতীয়
জাতীয়

কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ১৪ ইউনিটের চেষ্টায় উদ্ধার ৪৫ জন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ২০৯৫ বার

নিউজ ডেস্কঃ

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। এ পর্যন্ত ভবনের বিভিন্ন ফ্লোরে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই, ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাবুবাজার এলাকায় ‘জমেলা টাওয়ার’ নামে ১২ তলা একটি ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভবনের বিভিন্ন তলা থেকে ৪৫ জনকে উদ্ধার করে সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নিচে নামানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটাররা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!