খুলনা প্রতিনিধিঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীদের পেশাগত সক্ষমতা ও কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালেই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই প্রশিক্ষণে কুয়েটে কর্মরত সকল নিরাপত্তা গার্ড অংশ নেন।
প্রশিক্ষণের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। তিনি বলেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করতে নিরাপদ ক্যাম্পাস অপরিহার্য, এবং এ ক্ষেত্রে নিরাপত্তা গার্ডদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আধুনিক নিরাপত্তা পরিস্থিতিতে নিয়মিত প্রশিক্ষণের গুরুত্বের উপরও তিনি জোর দেন।
প্রশিক্ষণ সেশনে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান কারিগরি ও তাত্ত্বিক বিষয়ে নিরাপত্তা রক্ষা, শৃঙ্খলা, পেশাগত নৈতিকতা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয় নির্দেশনা প্রদান করেন।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার আশীষ কুমার ভৌমিক। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ ধারাবাহিকভাবে পরিচালনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করা সম্ভব হবে।
জাতীয়
কুয়েটে নিরাপত্তা ব্যবস্থার দক্ষতা বাড়াতে গার্ডদের বিশেষ প্রশিক্ষণ
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৫২ বার
বিজ্ঞাপন

Leave a Reply