আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী–রৌমারী–চর রাজীবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক প্রভাষক রোকুনুজ্জামান শাহীন।
সোমবার (তারিখ উল্লেখযোগ্য) চিলমারী উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
রোকুনুজ্জামান শাহীন চিলমারী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকতা পেশা ছেড়ে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জনপদের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে স্থানীয়দের মত।
কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ। এর মধ্যে চিলমারী উপজেলায় প্রায় ১ লাখ ১৩ হাজার ভোটার রয়েছে। অন্যদিকে রৌমারী ও চর রাজীবপুর উপজেলায় ভোটার সংখ্যা তুলনামূলক বেশি হলেও সেখানে বিএনপি ও জামায়াতে ইসলামীর শক্তিশালী প্রার্থীদের নিজ নিজ ঘাঁটি থাকায় একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের বিজয়ের সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন শাহীন।
নিজ উপজেলা চিলমারীর পাশাপাশি রৌমারী ও চর রাজীবপুর উপজেলার ভোটারদের কাছ থেকেও সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমি রৌমারী ও রাজীবপুর উপজেলার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সেখানকার মানুষদের কাছ থেকেও ব্যাপক সাড়া পেয়েছি।”
তিনি আরও জানান, দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের ভোট ও দোয়া নিয়ে জাতীয় সংসদে এলাকার মানুষের কণ্ঠস্বর হতে চান।
উল্লেখ্য, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণের মাধ্যমে রোকুনুজ্জামান শাহীন কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থী হিসেবে আলোচনায় আসেন।
জাতীয় সংসদ নির্বাচন
কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন রোকুনুজ্জামান শাহীন
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ২৫৯ বার
বিষয়
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
শিক্ষক-শিক্ষক সংঘর্ষের প্রতিবাদে ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
19 minutes আগে
ডিজিটাল সিকিউরিটির অজুহাতে আর কোনো সাংবাদিককে কারাগারে পাঠানো হবে না : খুলনার জেলা প্রশাসক
23 minutes আগে

Leave a Reply