আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম-৪ (চিলমারী–রৌমারী–রাজিবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রুকুনুজ্জামান টেকসই উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, “এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাইয়ের নয়, বরং এলাকার ভবিষ্যৎ নির্ধারণের সময়। জনগণের আস্থা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব।”
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সবুজ কুমার বসাকের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার ভোটারদের উদ্দেশে ভোট প্রার্থনা করে মো. রুকুনুজ্জামান বলেন, “নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক স্বাস্থ্যসেবা এবং যুবকদের জন্য কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা হবে। এতে করে এলাকার মানুষ স্বচ্ছ, সাম্যপূর্ণ ও টেকসই উন্নয়নের সুফল পাবে।”
তিনি আরও বলেন, “কৃষি উন্নয়ন, নদীভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের স্বার্থেই কাজ করব—এটাই আমার অঙ্গীকার।”
চিলমারী, রৌমারী ও রাজিবপুর—এই তিন উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন। এর মধ্যে চিলমারী উপজেলায় ১ লাখ ১২ হাজার ৬০০ জন, রৌমারী উপজেলায় ১ লাখ ৭৬ হাজার ৭৮৭ জন এবং রাজিবপুর উপজেলায় ৬৮ হাজার ৬৭৬ জন ভোটার রয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, এ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমাদানের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে চিলমারী উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. রুকুনুজ্জামান, রৌমারী উপজেলা থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা হাফিজুর রহমান, জাতীয় পার্টির কে এম ফজলুল হক, বাসদ (মই) থেকে আব্দুল খালেক এবং রাজিবপুর উপজেলা থেকে বাসদ (কেচি) এর রাজু আহম্মেদ মনোনয়নপত্র জমা দেন।
তবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও সাবেক সংসদ সদস্য রুহুল আমিন ও বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপি মনোনয়নপত্র জমা দেননি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
কুড়িগ্রাম
টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৫১০৮ বার
বিজ্ঞাপন

Leave a Reply