কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর কঠোর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২৬ হাজার টাকা।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এ তথ্য নিশ্চিত করে বলেন,
“সীমান্তকে মাদকমুক্ত রাখতে বিজিবি আপসহীন অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে এক ইঞ্চি পথেও মাদক প্রবেশ করতে দেওয়া হবে না। মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে।”
তিনি আরও বলেন, শুক্রবার রাতে সীমান্তের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪৬ বোতল ভারতীয় মদ, ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিজিবি অধিনায়ক বলেন, “সীমান্ত এলাকায় নিয়মিত টহল, চেকপোস্ট কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আগের চেয়ে বহুগুণ বাড়ানো হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িত যাকেই পাওয়া যাবে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি স্পষ্ট করে জানান, সীমান্তে মাদক চোরাচালান সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।


Leave a Reply