কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কর্মসূচির খাবার নির্ধারিত সময়ে না পৌঁছানোয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সদর উপজেলার প্রায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে খাবার সরবরাহ করা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী সকাল ১১টার মধ্যে বিদ্যালয়ে খাবার পৌঁছানোর কথা থাকলেও দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্তও অনেক বিদ্যালয়ে খাবার পৌঁছায়নি।
এদিন সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুল ফিডিংয়ের খাবারের অপেক্ষায় থাকলেও দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় তাদের খাবার দেওয়া সম্ভব হয়নি। ফলে অনেক শিক্ষার্থী খাবার না পেয়েই বিদ্যালয় ত্যাগ করতে বাধ্য হয়।
বিদ্যালয়ের একাধিক প্রধান শিক্ষক জানান, খাবার বিলম্বে পৌঁছানোর কারণে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা যায়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে শিক্ষকদের। তারা বলেন, নিয়মিত এমন ঘটনা ঘটলে স্কুল ফিডিং কর্মসূচির মূল উদ্দেশ্য ব্যাহত হবে।
এ বিষয়ে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ইউএসডিও’র উপজেলা কর্মকর্তা জুয়েল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, যানজটের কারণে খাবার বহনকারী গাড়ি নির্ধারিত সময়ে বিদ্যালয়গুলোতে পৌঁছাতে পারেনি। তিনি আরও জানান, যেসব শিক্ষার্থী এদিন খাবার পায়নি, তাদের আগামীকাল দ্বিগুণ পরিমাণ খাবার দেওয়া হবে।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তার জানা ছিল না। তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
স্থানীয় অভিভাবকরা দ্রুত সমস্যার স্থায়ী সমাধান ও স্কুল ফিডিং কর্মসূচির সময়ানুবর্তিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Leave a Reply