হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কুড়িগ্রামে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ : চট্রগ্রাম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের পর্ষদের উদ্যোগ

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ৮১৪ বার
কুড়িগ্রামে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
কুড়িগ্রামে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

এ কে খান পিভিএম :

চট্রগ্রাম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের কার্যপর্ষদের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলা আনসার-ভিডিপির তত্ত্বাবধায়নে জেলার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ২৪ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা আনসার-ভিডিপি কার্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার-ভিডিপি সদস্য ও সুবিধা ভোগীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ কামারুজ্জামান, আনসার- ভিডিপির রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম ও আনসার-ভিডিপির লালমনিরহাট কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার-ভিডিপির কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ. এস. এম. সাখাওয়াত হোসাইন। সভাপতি উপস্থিত সকলকে ধৈযধারণ করে শীত বস্ত্র গ্রহণের পরামর্শ দেন। তিনি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে আরও শীতবস্ত্র বিতরণে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা এলাকা থেকে আগত এক হাজার ছয়শত জন সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ও শীতার্ত বয়স্ক আনসার-ভিডিপি সদস্য ও সাধারণ জনগণের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, বাংলাদেশ আনসার-ভিডিপি বাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় সর্বদা প্রস্তুত রয়েছে। পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। তিনি আরও বলেন, বর্তমান তীব্র শৈত্যপ্রবাহে অসহায় মানুষের কষ্ট লাঘবে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, চট্টগ্রাম কার্যপর্ষদের ব্যবস্থাপনায় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সহযোগিতায় এবং আনসার-ভিডিপির তত্ত্বাবধায়নে এই শীতবস্ত্র বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি তাদের প্রতি ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে সদস্যরা জানান শীতবস্ত্র পেয়ে তারা অনেক খুশি। উপকারভোগীরা শীতবস্ত্র পেয়ে আয়োজকদের ও সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কুড়িগ্রামে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
কুড়িগ্রামে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!