মনজুরুল ইসলাম,মাসান টিভি
কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা আজ ০৯ ডিসেম্বর ২০২৫ সোমবার পুলিশ লাইন্সে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জনসেবা আরও শক্তিশালী করা এবং পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করতেই এ তিনটি গুরুত্বপূর্ণ কার্যক্রম একযোগে অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও বাহিনীর সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। এসময় তিনি শৃঙ্খলা ও দায়িত্বপালনে আরও নিষ্ঠাবান হওয়ার নির্দেশনা প্রদান করেন।
সকাল ১০টায় মাল্টিপারপাস ড্রিলশেডে অনুষ্ঠিত “মাসিক কল্যাণ সভা”-তে পুলিশ সদস্যদের সমস্যা ও দাবি-দাওয়া শোনা হয়। পুলিশ সুপার দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে বলেন, পুলিশের কল্যাণ উন্নত হলে সেবা আরও গতিশীল হবে। সভায় অবসরপ্রাপ্ত ৩ পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং নভেম্বর ২০২৫-এ পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জনকে পুরস্কৃত করা হয়।
দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে “মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখা এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন পুলিশ সুপার। পাশাপাশি সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উসকানি, মাদক নির্মূল ও গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, মোঃ আশরাফুল আলম (পিপিএম), সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, মোঃ রাসেল কবির, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামানসহ জেলার সকল থানা ও ইউনিট প্রধান।

Leave a Reply