হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রাজারহাটে মেরিস কোম্পানিতে ডাকাতির ঘটনায় নৈশপ্রহরী তপন দাসকে গলা কেটে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত প্রতিষ্ঠানটিতে হানা দেয়। ডাকাতদের বাঁধা দিতে গেলে তারা নৈশপ্রহরী তপন দাসের ওপর হামলা চালিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে অর্থ ও মালামাল লুট করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানটির মালামাল লুট ও আনুমানিক ৩৫ লক্ষ টাকা ডাকাতি করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এবিষয়ে রাজারহাট থানার থানার ইনর্চাজ আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হবে।
অপরাধ
কুড়িগ্রামের রাজারহাটে মেরিস কোম্পানিতে ডাকাতি, নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৬৪৪৬ বার
কুড়িগ্রামের রাজারহাটে মেরিস কোম্পানিতে ডাকাতি, নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা
বিজ্ঞাপন

Leave a Reply