নিজস্ব প্রতিবেদকঃ
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রোববার (২৮ ডিসেম্বর) কিশোরগঞ্জের নিকলী উপজেলায় রেকর্ড করা হয়েছে। হাওর অধ্যুষিত এই উপজেলায় সকালে তাপমাত্রা নেমে আসে মাত্র ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা এদিন সারাদেশের মধ্যে সর্বনিম্ন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার দেশের অন্য কোনো অঞ্চলে এর চেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়নি। ফলে নিকলী ও আশপাশের এলাকায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে।
নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাছুম জানান, আজকের তুলনায় আগামীকাল সোমবার শীতের তীব্রতা সামান্য বাড়তে পারে। বর্তমানে কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যার প্রভাব আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
তিনি আরও জানান, চলতি মাসজুড়েই শীতের প্রভাব থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শীত থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে তীব্র শীতের কারণে হাওরাঞ্চলের নিম্নআয়ের মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। শীতবস্ত্রের সংকট দূর করতে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সারাদেশ
কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি, শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪৫৩ বার
বিজ্ঞাপন

Leave a Reply