হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কালীগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ২৭ বার

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর-৫ আসনের কালীগঞ্জ উপজেলার পুবাইল-বাড়িয়া নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাহাদুরশাদী ইউনিয়নের খাজা মার্কেট সংলগ্ন মতির টেকে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শাহানাজ আক্তার (চামেলী)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান (জুয়েল)।
কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নারীদের অংশগ্রহণে আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের সহধর্মিণী শম্পা হক। তিনি কালীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জয়নাল আবেদীন, কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বাবু, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কল্পনা আক্তার, কালীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শম্পা হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, কালীগঞ্জের উন্নয়নের রূপকার ও মাটি-মানুষের পরীক্ষিত নেতা হিসেবে এ কে এম ফজলুল হক মিলন সর্বমহলে পরিচিত। তাঁকে বিজয়ী করা গেলে কালীগঞ্জকে একটি আধুনিক ও উন্নত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে কালীগঞ্জকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে এ কে এম ফজলুল হক মিলনের কোনো বিকল্প নেই। তাই বিপুল ভোটে তাঁকে বিজয়ী করে জাতীয় সংসদে কালীগঞ্জের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!