গাজিপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে সকালে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে টঙ্গী–নরসিংদী–ভৈরব রেললাইনের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক হলেন কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫)। তিনি কালীগঞ্জের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি নাগরী এলাকার মৃত আমরুস রোজারিওর ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে ঘুম থেকে উঠে হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কমল খ্রীষ্টফার রোজারিও। একপর্যায়ে তিনি নলছাটা রেলক্রসিং এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় হঠাৎ একটি ট্রেন এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিক্ষকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিষয়টি নিশ্চিত করে পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরি দেবাশীষ বলেন, কমল খ্রীষ্টফার রোজারিও দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছিলেন। তার মৃত্যুতে বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।
কুড়িগ্রাম
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ২৭৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অন্যায়কারীদের ধরুন, মুখ ঢেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই: পুলিশকে রিজভীর আহ্বান
24 minutes আগে
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—কোনো পক্ষে অবস্থান নিতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা: ইসিমন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
35 minutes আগে

Leave a Reply