গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ঢাকাগামী চলন্ত এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগি হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী–ভৈরব রেলপথের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্রে জানা যায়, দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির পেছনের দুটি বগির সংযোগস্থলের (জয়েন্ট) হুক খুলে গেলে বগি দুটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আসলে রেলওয়ে কর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে বগি দুটি পুনরায় সংযুক্ত করেন। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে আবার যাত্রা শুরু করে।
টঙ্গী–ভৈরব রেলপথটি ডাবল লাইন হওয়ায় ওই সময় বিকল্প লাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। ফলে এ রুটে ট্রেন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, “বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কেউ আহত হয়নি।”
রেলপথে এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গাজীপুর
কালীগঞ্জে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল রেলওয়ে
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply