হোম / জাতীয়
জাতীয়

কবি নজরুলের কবরের পাশে ওসমান হাদির দাফন, কাল মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ২২৯৪৮ বার

নিজস্ব প্রতিবেদকঃ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

সংগঠনটি আরও জানায়, আগামীকাল শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এ কারণে আজকের পরিবর্তে আগামীকাল তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনেরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!