কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কচাকাটা ইউনিয়নের সাধু মোড় এলাকায় অটোরিকশার ধাক্কায় মোছাঃ মুক্তা খাতুন (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুরে পূর্ব কেদার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সাধু মোড় এলাকায় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে মুক্তা খাতুনের। এতে সে গুরুতর আহত হয়। নিহত মুক্তা খাতুন মালয়েশিয়া প্রবাসী সোহেল বাবুর কন্যা।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত অবস্থায় মুক্তা খাতুনকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় এলাকায় শোকাহত পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা স্কুলগামী শিশুদের নিরাপদ চলাচলের জন্য সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে যথারীতি আইনানুগ প্রক্রিয়া গ্রহন করা হবে।
কুড়িগ্রাম
কচাকাটার সাধু মোড়ে অটোরিকশার ধাক্কায় ৬ বছরের স্কুলছাত্রী নিহত
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৮৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
10 minutes আগে
হাসিনা থাকলে দেশে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলত : মির্জা ফখরুল সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে, রাজনীতির নামে ব্যবসা করি না
21 minutes আগে

Leave a Reply