হোম / জাতীয়
জাতীয়

ওসমান হাদি হত্যাকাণ্ডের পরও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে: ইসি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ৮৮৮ বার


নিউজ ডেস্কঃ
সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে শঙ্কা থাকলেও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার তিন বাহিনী প্রধানের সঙ্গে ইসির বৈঠক এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত সভার পর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) সাংবাদিকদের বলেন,
“দলের ভেতরে এবং একাধিক দলের মাঝে কিছু ঝুঁটঝামেলা থাকলেও সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
তিনি আরও বলেন, ইসি উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে চায়, তবে ওসমান হাদির হত্যাকাণ্ড তা ব্যাহত করেছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন,
“যাঁরা আমাদের উৎসবকে বিঘ্নিত করতে চান, তাঁরা ব্যর্থ হবেন। উৎসবের পরিবেশ ফেরত আসবে।”
ওসমান হাদির মৃত্যুর পর গত বৃহস্পতিবার মধ্যরাতে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনা নির্বাচনী পরিবেশের ওপর প্রভাব ফেলেছে বলে স্বীকার করেছে ইসি। সানাউল্লাহ জানান,
“বৃহত্তর আবেগ ও অনুভূতিকে কাজে লাগিয়ে দুষ্টচক্র যে কাজ করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ২০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তারা আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হবে।”
ইসি আশা প্রকাশ করেছেন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!