নিজস্ব প্রতিবেদকঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোক র্যালিটি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশে পরিণত হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “আল্লাহ তাআলা যেন শহীদ ওসমান হাদীকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। এ জন্য আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করছি।”
প্রো-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, “ভারতীয় আধিপত্যবাদের বিরোধী ও বিপ্লবী চেতনার প্রতীক শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর দেশে ও বিদেশে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু জাতিকে গভীর শোকে নিমজ্জিত করে তিনি আল্লাহর পথে চলে গেছেন। আমরা তার শাহাদাত কবুল হওয়ার জন্য দোয়া করি এবং তার ধারণ করা চেতনা আমাদের মাঝে চিরজাগ্রত রাখার অঙ্গীকার করছি।”
তিনি আরও বলেন, “মৃত ব্যক্তির প্রতি জীবিতদের প্রধান দায়িত্ব হলো তার জন্য দোয়া করা এবং তার রেখে যাওয়া আদর্শ ও চেতনাকে ধারণ করা। আমরা বিশ্বাস করি, এ দেশের কোটি মানুষই ওসমান হাদীর চেতনার ধারক।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজ বাংলাদেশের মানুষ শহীদ ওসমান হাদীর শোকে মুহ্যমান। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে উচ্চকিত কণ্ঠস্বর। তাকে হারিয়ে দেশ এক অমূল্য সম্পদ হারিয়েছে। তবে তার রক্তের চেতনা আমাদের মাঝে হাজারো হাদি তৈরি করেছে।”
তিনি আরও বলেন, “আমরা রাষ্ট্রের কাছে জোর দাবি জানাই—হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।”
শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন খানের নেতৃত্বে সম্মিলিত মোনাজাতের মাধ্যমে শোক র্যালির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
জাতীয়
ওসমান হাদির মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শোক র্যালি ও দোয়া মাহফিল
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৮১৬ বার
বিষয়
বিজ্ঞাপন

Leave a Reply