হোম / অপরাধ
অপরাধ

এস আলম গ্রুপ চেয়ারম্যানের চট্টগ্রামের ৪৩১ শতাংশ জমি জব্দের আদেশ

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ৯৭ বার


চট্টগ্রাম প্রতিনিধি:
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের নামে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা মোট ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি এবং এর ওপর নির্মিত স্থাপনা জব্দের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ।
দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আদালতে এসব জমি ও স্থাপনা অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দেখা গেছে— মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সত্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ গ্রহণ করে তা আত্মসাৎ করেছেন। আত্মসাৎকৃত অর্থের মাধ্যমে তাঁরা নিজেরা ও পরিবারের সদস্যদের নামে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে বিভিন্ন সূত্রে জানা গেছে— সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা এসব স্বার্থসংশ্লিষ্ট সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর কিংবা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগেই যদি এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে যায়, তাহলে আত্মসাৎ করা অর্থ উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
এ অবস্থায় মোহাম্মদ সাইফুল আলম, তাঁর পরিবারের সদস্যসহ স্বার্থসংশ্লিষ্ট সত্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবস্থিত মোট ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি ও এর ওপর নির্মিত স্থাপনা জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন— এমন যুক্তিতে আদালত জব্দের আদেশ প্রদান করেন।
দুদক জানিয়েছে, বিষয়টি নিয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!