নিউজ ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীদের উদ্দেশে তাসনিম জারা বলেন, তিনি এই এলাকারই ঘরের মেয়ে। খিলগাঁওয়েই তার জন্ম ও বেড়ে ওঠা। শুরুতে একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষ ও দেশের সেবা করার স্বপ্ন থাকলেও বাস্তবিক প্রেক্ষাপট বিবেচনায় কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জারা আরও বলেন, তিনি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন—নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এবং মানুষের জন্য লড়াই করবেন। পরিস্থিতি যাই হোক না কেন, সেই ওয়াদা রক্ষা করতেই তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
একটি দলের প্রার্থী হলে স্থানীয় অফিস, সুসংগঠিত কর্মীবাহিনী এবং সরকার ও প্রশাসনের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলার সুযোগ থাকে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এসব সুবিধা তার থাকবে না। এক্ষেত্রে তার একমাত্র ভরসা এলাকার সাধারণ মানুষ।
তিনি বলেন, “আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করেই আমি আপনাদের সমর্থন চাই। আপনারা পাশে থাকলেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।”
জাতীয়
এনসিপি নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনে লড়বেন তাসনিম জারা
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪৭২২ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
11 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
16 minutes আগে

Leave a Reply